সেই ভেজা কাঁচের গা বেয়ে,
ঝড়ে পড়ল কিছু অতীত।
কিছু স্বপ্ন আর তোকে-
পাবার বিমূর্ত রাত।
এক এক ফোঁটায় জমতে
থাকে দূরত্বের কবিতা।
জানিনা পারি কিনা বলতে,
তিক্ত সময়ের ইতিকথা।
তবুও দেখ আজো হাসি,
যন্ত্রনা এখন অনেক কম ।


তোর হাতের স্পর্শে দেখ কবি হয়ে উঠলাম,
হয়তো রাস্তায় পরে থাকা ডাস্টবিন টার মতো।।