সব কিছু আজ ধ্বংস প্রায় ,
পচা লাশের মত আমার দেহ ,
বয়ে যায় কৌমার্যের জলে l
কখনো শরীরের উপর
বুড়ো কীট দম্পতী ,
শুরু করে প্রেম আলাপ ,
কিংবা ছোট ছোট
পিঁপড়েদের চড়ুইভাতি l
লাশ আরো পচতে থাকে,
এক লাফদিয়ে আশ্রয় নেয়
এক শিশু সোনা ব্যাঙ ,
খেলতে থাকে আমার বুকে l
আমার অর্ধপচা হাতে
তাকে করি আদর l
কিন্ত সেও পার পায়নি
বিষাক্ত সর্প দংশনের
হাত থেকে l
আমার মত সেও হয়তো
পচা কঙ্কালের রূপনেবে l
তখন আমরা খেলব
হাসব প্রান খোলা হাসি
নোংরা পৃথিবীর বুকে l