তোর হাতে ছোঁয়ায় ,
আবার ভাঙলো পাহাড় l
কখন যেন চিলেকোঠার-
ঘর থেকে মৃদু স্বরে
ডেকে উঠলো -
একটা চড়ুই পাখি l
চোখ পড়লো ঘুলঘুলির দিকে l
অনেক বার নিজেকে
হারাবার প্রচেষ্টায়-
তোর স্পর্শে আবার
হয়ে উঠি জীবন্ত l
হারাবার ভয় আজো প্রবল ,
ঊর্ধমূখী প্রান বায়ুকে -
সম্বল করে আবার চলি পথ l
না আজ আর একা নই
তোর স্মৃতি আজো দীপ্তময়,
আমার বুকের ভেতর l