ছুঁয়ে থাকা কাঁচের গ্লাসে,
একবিন্দু জলও ছিলনা l
ছিল শুধু ফ্যানাহীন "র" মাল l
বুকে জমে থাকা- নিকোটিনকে,
বারবার কদর্য করতে-
আর ভালোলাগেনা l
আগুন কেটে মেশানো অ্যালকোহল,
নিংড়ে পরছিল চোখ থেকে l
মাটির আঙ্গুলে তুলে নিই....


নবমুখে চিল্লিয়ে সর্বশান্ত হতে চাই l
আগের মতো কুড়োতে পারিনা তোমাকে ll