তবুও জেগে থাকে
তেত্রিশ কোটি চোখ l
কখনো আকাশের দিকে,
তাকিয়ে হাই তোলে তারা l
কখনো নীল জলে-
লাল রক্তের ছাপ ফেলে-
বলে ওঠে ....
আমরাও বাঁচতে চাই l


ঘুমন্ত চোখে বারুদের গন্ধে-
আর্তনাদ শুনে ,
যখন তারা বেড়ে ওঠে-
তখন নীল কেবিনের পাশে-
স্বপ্ন গুলো জমতে জমতে-
আজ তা কালো কয়লায় রূপান্তর l
স্বপ্নের হাতছানিতে,
কর্মজীবন বেনামের অভাবে ll