সন্ধ্যা আকাশ বিষন্ন আজ
তোমার তরে ঘোর বেদনায়,
তাই বুঝি বা রক্ত ঝরায়
দুঃখবোধের সরলতায়।
জাগছে আজি বিষাদি সুর,
কাঁদছে কি ওই সমুদ্দুর?
ঢেউয়ের পরে ঢেউ তুলে সে
বেলাভূমে আছড়িয়ে যায়।
জ্যান্ত জীবন বাস্ত সময়
চলছে একই অভিপ্রায় ।
তবুও আজ ঝড়ের দাপট
কাঁদছে মনের সুমেরু ।
শূন্যতা আজ আছড়ে পড়ে
রক্তচাপের দিন শুরু ।।