উড়ছে ধোঁয়ায়...
একরাশ ভ্যাকসিন,
খেলছে শিশু বারূদ স্তূপে l
বিলাশিতা আজ জ্বলছে সততায়-
নিকোটিন আজ অন্দর মহলে l
সূৰ্য হেসেছিল একদিন
মহাকাশে বোধ হয় l
নাকি কবির ছন্দপতনে
সবকিছু চুরিহয়ে যায় ll


সময় এখন যুদ্ধ জিতবার
দেওয়ালে ঠেকেছে পিঠ l
মুকুন্দ আজ কোথায় পাব
বিক্রীত মূদ্রার এপিঠ ওপিঠ l
লাশের গন্ধে ঘুম ভেঙ্গে যায়,
অ্যালকোহলিক চিৎকার l
শান্ত বাউল গান গেয়ে যায়
সময় নেই এসব ভাবার l
তবুও আজও বাজেট বসে
চুলচেরা সব বিশ্লেষণ
মত পাসে হয় কোটি টাকা
হিসেবে নেই সলিউশন ।।