দিগন্তের পাস দিয়ে-
চলে গেছ তুমি l
নুন আর বালির
মধ্যোরেখা বরাবর l
অরণ্য পথ সংকীর্ণ-
কতদূরযেতে পার তুমি !
আকাশকে, বাতাসকে,
মাটিকে ছেড়ে ll


ঝুঁকে আছে আকাশ ,
তোমার দিকে l
শেখর ছেঁড়া অজানা মুখ,
তবু আজো ক্ষুদা অপমানে l
একমাত্র বিহ্বল সময়ে..
শেষ শব্দটুকু শুষে নেয় শুধু ll