অতীত আজ স্পষ্ট আমার
বুকের ভেতর ছাই
স্বপ্ন গুলো তুইও বুঝিস
ঠিক তেমনি চাই ।
যেমন ছিল প্রাচীন বাঁধন
যেমন ছিলিস তুই ।
যেমন ছিল হৃদয় আগুন
পাসবালিশে সুই ।
আগুন আজ জ্বলছে বুকে
যেমন ছিল আগে ।
এখন একটু ভয়পাই
এই সমাজ টাকে ।
দায়িত্ব আজ উর্দ্যগামী
তোর আমার সবার ,
জীবন আজ এক সুতোতে
প্রেমের নদী সাবার ।
সময় আজ হাত ঘড়িতে
বাড়ছে বয়েস ধীরে ,
হয়তো তুইও ভালোই আছিস
তার হাতটি ধরে নীড়ে ।।