জ্বলছে আগুন বুকের ভেতর,
পারছিনা থামাতে গলতে l
ভেজা পালক আজ-
জ্বলছে দাউদাউ করে
শব্দ ফাটছে বাতাসে l


সাদা ক্যানভাসে আবার
রয়েছে রক্ত ,
তুই নেই ভাবতেই-
আকাশ জুরে ভেসে আসে
কান্নার শব্দ আর..
মরিচীকায় মাথাচাড়া দেয়,
আরো কিছু পরগাছার দল l
জন্ম নেয় এক বিভীসিকা,
ছিটকে পরে কৌমার্যের জল l
সমূদ্র আজ খরায় রূপান্তর l


তবুও আজো প্রসব যন্ত্রনা
কাঁদছে মাটির দেহ ,
বনভূমি আজ ধ্বংস প্রায়
ঠিকরে পড়ছে বিষ -
মোক্ষ আজ উর্ধ্বগামী
কাটছেনা তবু মোহ ll