তফাৎ আছে অনেক কিছুই
দেখি এদিক ওদিক ঘেঁটে ।
ফিসফিসিয়ে বলছে সবাই
এইটা সমাজ বটে ।
কেউবা বোঝে কেউ না বোঝে
নারী পুরুষ একই ?
শাসন নাকি পুরুষাসিত
নারীর আছে কি ?
পুরুষ নাচে ফাটিয়ে মঞ্চ
ড্যান্সার বলে যাকে ,
নারী নাচলে কেনইবা
বাইজি বলে তাকে ?
প্রেমের দিকে ছেলেরা সব
প্লেবয় বা অ্যাক্টর ।
নাড়ীর যদি বন্ধুও হয়
এইটা নোংরা ক্যারেক্টার ।
অফিস থেকে ফিরে এসে
ছেলেরা খায় ভাত ।
নারীরা নাকি বাড়ি ফিরে
উননে বসায় আঁচ ।
বিভাজনে ছেলেদের
গাড়ি বাড়ি পড়ে ভাগে ।
নাড়ীর আবার অন্য নিয়ম
সম্মান টাই হলো আগে ।
একি রক্ত দুটি দেহে
নারী পুরুষের ভাগ ।
পুরুষেরও নারী আছে
ধরলে পড়ে হাত ।
সেই নারীতে জন্ম মৃত্যু
সেই নারী তে সৃষ্টি ।
সমাজ তবে এমন কেন
ফেলে খারাপ দৃষ্টি ।
সবার উপর সত্যি মানুষ
কেউ বলেছিল বোধয়,
সমাজ বলে আমিই শ্রেষ্ঠ
মানবতা আছে কোথায় ।
মন আর হুসের সমাগমে
মানুষ আজও বাঁধা।
তফাৎ আছে অনেক কিছুই
সমন করে ধাঁধা ।।