নেই আমার কোন হাত তোমার ঐ পরিবর্তন এ,নেয় কোনো সংলাপ, যেটুকু ছিল তা আজও বর্তমান, ওই সূর্য,সমুদ্রর মতো থেকে যাবে আজীবন, শুধু থাকবেনা তোমার ঐ নিস্পাপ মন।
হয়েছি আমি অকাল ব্যাকুল উন্মাদ ,তবুও আজ আমি তোমার নয়,এই বাতাস যখন বইছে,এই নদী যখন ভাঙছে পার ,  তখন আমি সামনে দাঁড়িয়ে দেখি ,ভাবি ,আরো ভাবি ..তবুও পাইনা সীমানা।