সুখ নয় ,দরজায় কড়া নেড়েছিলো অশুভ সুখ
চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি সুখ গুলো কে ওদের সাথে খেলা করতে।
ওরা ছিল তাদের প্রাণের বন্ধু..
কিন্তু তখন দুঃখ গুলো কড়া ভেঙে ঘোরে ঢুকে গেছে
আর আনন্দ গুলো কুচু পাতার জলের মতো
ছল ছল করে দৌড়ে বেরচ্ছে এদিকে ওদিকে
আমি ছুটে গিয়েছি ওই রেল লাইনের পারে
চিৎকার করে ডেকেছি গলা ফাটিয়ে শুণ্যের পানে গর্জন করেছি!কিন্তু কৈ? ওই যে ..ওই যে... আমি দেখতে পাচ্ছি ,
কিন্তু ধরতে পারছিনা ...!