স্বপ্নেরা রোদ পোহায়


সাত সকালে হালকা আলোর সরলরেখায় রাতের আবর্জনা উড়তে থাকে,ইচ্ছে করে ওই আলোতেই মেলে ধরি,
স্নিগ্ধ আলোয় একটু শ্বাস নিক,একটু মটমটে হোক তাপ পেয়ে ,
সময় পাই না -
শীতের দুপুরে ধান কাটা মাঠের ওপর মাদুর পাতি,ওরা আসে
ন্যাতন্যাতে আঁচল পেতে দি,সারি দিয়ে শোয়
খেলা করে,গল্প বলে,হাসি ঠাট্টায় গড়াগড়ি খায়,রোদ পোহায়.
ওরা আমার কথার সাথি,সুখের সখী,গোপন খেলার সই
কখনো গল্পগুচ্ছ,কখনো গীতাঞ্জলী,কখনো পূজা বার্ষিকী,কখনো বা লেখার খাতায়
হুমড়ি খেয়ে পড়ে,বলে " কই দেখি দেখি কি পড়ছ,কি লিখছো ! "
রোদ পড়ে আসে,আঁচল সমেত তুলে আনি তাদের,
সন্ধ্যে হয়,তুলসী তলায় প্রদীপ জ্বলে,হাতা খুন্তি,নামতা,ছড়া,চাঁদের আলো,তারার মেলা
ওরা তখন সঙ্গী হারা
আবার রাতে যখন ঘুম ঘুম সব,ওরা চিমটি কেটে বলে " কি গো,আর কতো দেরি,আমরা কখন থেকে অপেক্ষা করছি মেঘের পারে "
আলতো করে চোখ টিপে বলি," এই তো হয়ে এলো,আসছি "