নির্লজ্জ বেহায়া


তুই বারো হাতে লজ্জা ঢাকিস ,
দু হাত দিয়ে কষ্ট চাপিস ,
সোনার খাঁচায় সুখের দানা দিব্যি খুঁটে খাস -
নির্লজ্জ বেহায়া তুই আরো বেশী চাস ?


ওরা ইচ্ছে মতো গাইতে দিলো,ইচ্ছে মতো নাচতে .
চোখে মুখে রঙ মাখালো, সঙ সাজিয়ে বাঁচতে .
পাখি পড়ার মতো বুলি বললি বারো মাস -
নির্লজ্জ বেহায়া তুই এবার বদল চাস !


ওরা তোকে দেবী বলে,মন্দিরে তে পুজো করে
(আবার ওই দেবীর জন্ম দিলে পেটে লাথি মারে
অসুর হয়ে ওই দেবী কেই আঁচড়ে শেষ করে )
তবুও জমিদারের পোষা পায়রা,বেশ তো খাতির পাস .
সোনার শেকল ফেলে দিয়ে উড়তে কেন যাস ?
নির্লজ্জ বেহায়া তুই আকাশ কেন চাস !