তুমি


লোকে তোমায় যা চায় বলুক
যেমন খুশি ছুড়ে ফেলুক
ঘেন্না করুক , খিস্তি করুক
সত্যি তবু এটাই . . .
তোমার মতো আর কেও তো নাই
সবার মনেই বসত করে শেকল ভাঙ্গার গান
তবুও তুমি গাইলে বলেই এমন বেমানান !
আসল কথা তোমায় রাখে সাধ্য আছে কার
সরিয়ে রাখে,লুকিয়ে রাখে এপার ওপার দুপার
ধর্ম বাঁধে চরিত্র আর সমাজ স্বাধীনতা
তুমি কেন বললে এসব বাঁধন ছেঁড়ার কথা ?
বেশ তো হতো থাকতে যদি আর কজনে যেমন থাকে
সুকৌশলে লজ্জা,কষ্ট,ইচ্ছে ঢেকে রাখে
অন্ধকারে বোবা সেজেও ঠাঁই তো তারা পায়
তুমি কেন হল্লা করে দেশ খোয়ালে হায় !
বাংলা তোমায় আজও ভালোবাসে
বাংলা তোমায় আজও ফিরে চায়
ধর্ম না হোক,সমাজ না হোক মানুষ তবু আছে
তোমার পাশে,তোমার কথায়,তোমার অপেক্ষায়


(লেখা টি পড়ে কোনো পাঠকের অসস্তি র উদ্রেক হলে আমি ক্ষমা প্রার্থী )