সাবধানী


গরম ভাত আর মাছের ঝোলে ,
আহার সেরে সাত সকালে.  
সাবধানী যায় পায়ে হেঁটে ,
কাচা রুমাল বুক পকেটে.  
পথের ধারে আস্তাকুঁড়.  
গা বাঁচিয়ে অনেক দূর.  
নাকে মুখে রুমাল চেপে,  
সাবধানী যায় কদম মেপে,  
নোংরা যেন না ছোঁয় তাকে .
সাবধানী সাবধানেই থাকে .


মহানগরের রাস্তা ধরে,  
সাবধানী যায় অনেক দূরে .
আপিস যাবে করবে কাজ.  
লাঞ্চ ব্রেকে তে ফিস্টি আজ .
আড্ডা তে আজ বাজি মাত,  
দেশের দশের মুন্ডপাত .
ঘড়ির কাঁটা পাঁচটা বাজায় ,
সাবধানী এই ফিরবে বাসায় .
মেয়ের খাতা ছেলের পেন.  
সারাতে হবে ব্যাগের চেন .


কিন্ত হঠাত্ ফুটপাথে-
আগুন ছিল কার হাতে !
নিথর শরীর রক্তে ভেসে .
ছড়িয়ে ছিল দেওয়াল ঘেঁষে .
সাবধানীর ও সাদা জামা
হলো খানিক রক্ত রাঙ্গা.  
আস্তাকুঁড়ে বাঁচিয়ে গা
সাবধানী তুই বাড়ী যা.  
গিয়ে তুলিস জামার রঙ
কালকে আবার সাজিস সঙ.