সেলসম্যান


এতদিন ফেরিওয়ালা,সেলসম্যান আজ
পদবীটা বদলেছে,একই আছে কাজ
বড় বড় ফ্ল্যাট আর ছোট ছোট গলি
যেখানেই যাই কেন,একই কথা বলি
কত কত প্রোডাক্ট আর কি বা তার নাম
দিন রাত আওড়াই,আর নাই কাম
এটা নিলে ওটা ফ্রী,ওটা নিলে সেটা
দেখে নিন.চেখে নিন ভালো লাগে যেটা
দিদিভাই দেখতে তো নন মোটে মন্দ
এটা নিন,সকলের মুখ হবে বন্ধ
দাদাভাই একি দেখি,চুল নেই টাকেতে !
ভরসা করুন দাদা,মাখলেই দেখে কে
বড়দা স্টক কম,লাভ নেই চিন্তায়,
অনায়াসে জিত হবে রাত্রের গেম টায়
বৌদি মিষ্টি ভারী আপনার হাসিটা
কাকাবাবু এটা খান,কমে যাবে কাশিটা
এভাবেই দিন কাটে,রাত একা জাগে
কিশোরী প্রেমিকা ছিলো,চলে গেছে রাগে
কবিতার খাতা ছিলো,অভিমানী সেও
পড়ে আছে অবহেলে,ছোঁয় নাই কেও
কেন ছোঁবে,বলো দেখি কে আছে যে শুনবে?
পেটের ই যে দাম বেশী,স্বপ্ন কে বুনবে ?  
তবু মন সাগরে ঢেউ ছোট খাটো
আসে আর চলে যায়,নিয়ে খড় কুটো
দিন আসে দিন যায়,তবু একই নেকটাই
একই ব্যাগ,একই জুতো,একই দিদি,দাদাভাই
হাসি নিয়ে ফেরি করি সৌখিন দ্রব্য
সেলসম্যান আমি তাই এই কর্তব্য
আশা আছে,ভাষা আছে,আছে দীর্ঘশ্বাস
দরজায় টিং টং,সেলসম্যান বারোমাস