প্রেমিকার চিঠি


অভি,
তোকে ভীষণ মনে পড়ে,সূর্য ওঠা ভোরে.
ফুলের গন্ধে, পাখির ডাকে,ঝিলমিলে রোদ্দুরে.
মনে পড়ে আকাশ ঝেপে বৃষ্টি যখন আসে ,
তোর গন্ধ পাই সকালের শিশির ভেজা ঘাসে.
কোথায় আছিস ? কেমন আছিস ? আমায় মনে পড়ে ?
লিখিস আজও আমার কথা সমস্ত রাত ধরে ?
আমার এখন হয়না লেখা কাজের অনেক চাপ
দুধ কলা দিয়ে নিত্য পুষি একেকটা কাল সাপ
বিষের থলি উপড়ে তারা ফেরে  নিজের বাসায়
আমি ফিরি বাসার খোঁজে , ভালোবাসার আশায়
পসার বাড়ছে,এখন লোকে এক ডাকেতেই চেনে
ছিল একশ -দুশ,এখন হাজার টাকায় কেনে
নোংরা হাতে টাকা বিলায়,নোংরা হাতেই ছোঁয়
গন্ধ গায়ে আতর মেখে শরীর ঘেঁষে শোয়
অভি ,আমায় খুঁজেছিলি ? গেছিস আমার ঘর ?
কি বলেছে আমায় নিয়ে আমার মাতাল বর ?
ঘেন্না করিস,তাই না ? আমিও ভীষণ করি
ইচ্ছে করে আগুন জ্বালাই,আজই পুড়ে মরি
তবে মরার আগে একটি বার দেখতে আমি চাই
আমায় বেচে কেমন আছে সাধের ছোট ভাই
ভালো থাকিস,আমার কথা লিখিস ইচ্ছে হলে
লিখিস পাখি কেমন আছে সুনীল আকাশ ফেলে
লিখিস রজনীগন্ধা গন্ধ ছড়ায় সাজানো ফুলদানে
আর গোলাপ কেমন গুমড়ে মরে প্রান ভোমরার টানে .