মায়াবী


নীলচে শাড়ির আঁচল ঢাকা,
হাজার তারার নকশা আঁকা,
আকাশ পাড়ের ওই বাগানে ফুল কুড়োতে আসে .


ফুলের সাজি উপচে পড়ে,
মুখ চোরা চাঁদ একটু দূরে,
শাড়ির আঁচল খসলো বলে দুষ্টু হাসি হাসে


বাতাসও আজ আলসে বড়  
রাতকে বলে ঘুমিয়ে পড়
রূপকথারা শুনছ, কেমন ঘুম পাড়ানি গায় ?


লক্ষী সোনা রাগ করোনা
বায়না ছেড়ে আজ চলোনা
কোল বালিশে মুখ লুকিয়ে অন্য কোথাও যাই !


নদীর ওপার গান শোনাবে,
রাতের পিঠে রাত ঘনাবে,
তুমি আমি পিঠ ঠেকিয়ে স্বপন তরী বাইবো


কুল পাবোনা,  হারিয়ে যাবো
অন্ধকারে দিক গোলাবো
তোমার চোখে সাঁতরে উঠে আনমনে গান গাইবো


ছয় সাতের নীল বিছানা
অনেক হলো শরীর চেনা
এবার চলো ইচ্ছে চিনি,সবুজ সপন  চিনি


নেশার ঘোরে মুখ চিনেছি
গন্ধ গায়ে সুখ কিনেছি
আজকে চলো সকল দিয়ে
মায়াবী রাত কিনি .


আলোর দানা একটু কুরোই,
একটু ফুরোই,একটু জিরোই,
আলগোছে আজ একটু ঘুমোই
আকাশে বুক পেতে


পাখার হাওয়া আজ খাবো না
এ.সি র সুইচ আর ছোঁবো না
আলসে বাতাস আলতো ছোঁবো
ঘুমিয়ে যেতে যেতে .