কাটাকুটি


চলো তবে,  ফেলে রেখে বাকি কাজ
               কাটাকুটি খেলি আজ
               দুজনায় মিলে .


লাভ নেই,  গলাবাজি করে আর
              ধর্মের সত্কার
              বিধর্মী মিছিলে.


ঢের হলো,  কাঁটা ভরা তার দেখা
              অবুঝের সীমারেখা
              নিয়ে ঘাঁটাঘাঁটি .


আজ চলো, কলমকে নিয়ে সাথে
               হাত খানি রেখে হাতে
               রাজপথে হাঁটি.


তুমি কাটো, নিষেধের বেড়াজ্বাল
               দাবিহীন হরতাল
               রক্তের নদী .


আমি কাটি, হিংসার মারামারি
               স্বার্থের বাড়াবাড়ি
               ক্ষমতার গদি .


কেটে ফেলে, অস্ত্রের কারিকুরি
                ভালোবাসা বিলি করি
                মানুষে মানুষে.


পারি যদি,  সাফ করে চুন কালি
              শিক্ষার আলো জ্বালি
              ছানি পড়া দেশে.


আশা রাখি, রাত্রির ঘনঘটা
              পার করে সূর্য টা
              লাল হয়ে উঠবে.


সেই দিন,  দ্বেষ করে নির্মূল
              শান্তির যত ফুল
              একসাথে ফুটবে .