দখিনের জানলা খানি প্রবল ঝড়ে
খুললো যখন বন্ধ ঘরে আমি একা.
ছিলো যত অবাধ্যতা এক এক করে
বেড়িয়ে এলো,অল্প আলোয় দিলো দেখা..
অন্ধকারে ইচ্ছে ঘরের খুঁজছি চাবি
চারিদিকে দেখছি যেন গোলক ধাঁধা.
পোড়া মন ও চাবি তুই কোথায় পাবি
যত্ন করে আছে যে  তোর খুঁটেই বাঁধা..


নিমেষেই খুললো দুয়ার মুক্ত আমি
শেকল ভাঙ্গা পাখি হয়ে পা বাড়ালাম.
ঝড়ো হাওয়া দিয়ে গেলো কি পাগলামি
ডানা মেলে আকাশেতে  উড়তে গেলাম . .
অনন্য এক স্বস্তি হলো বুকের কাছে.  
ডানা মেলেছি,আকাশ ছুঁতে বাকি আছে . .


ছন্দ বিন্যাস -কখকখগঘগঘ  চছচছজজ


***************************
প্রিয় কবি দা নীল অভিজিত এর প্রেরণায় কিছুটা সাহস করেই সনেট এর মত কিছু একটা লিখে ফেলেছি.
সফল হয়েছি না ঘেঁটে গেছে,তা পাঠকের ওপর ছেড়ে দিলাম