নীলাভ ওই আকাশ গাঙ্গে মেঘের ভেলা .
সারা সকাল আলো ছায়ার চলছে খেলা .
কাশের আগা খাচ্ছে দোল .
মন উদাসী দরজা খোল .
দেখ তাকিয়ে বাগানেতে শিউলি ফুলের মেলা.


সোনার ছোঁয়া লেগেছে আজ সবুজ ধানে .
বাতাস শোনায় রূপকথা ওই কানে কানে .
আগমনীর আনন্দ সুর .
যাচ্ছে নিয়ে অচিনপুর .
ভাসছে হৃদয় সকল ভুলে মায়ের গানে .


ঢাকের আওয়াজ দিচ্ছে আকাশ বাতাস ভরে .
বায়না নিয়ে যাচ্ছে ঢাকি দূর শহরে
সারা বছর শুকনো চোখে .
চারটি দিনের স্বপ্ন দেখে .
স্বপ্ন চোখে যাচ্ছে ঢাকি স্বজন ছেড়ে .