বিশাল বড় জনসভা,চৌ রাস্তার মোড়ে
কালো কালো শিং বাগিয়ে হাঁকছে ওটা কেরে ?
আজ্ঞে,উনি উঠতি নেতা, মহিষাসুর নাম
তাই নাকি,তা সে বেটা ডান হাতি না বাম ?
ডান বাম যাই হোক,দুটোই তো মোটে
আপনার মতো দশ দশ টা,কার কপালে জোটে !
ঠিক আছে,ঠিক আছে,মুখ নেড়োনা আর
তার চেয়ে বরং কান টা করো একটু পরিষ্কার
বলো দেখি বলছে কি ওই কেলে মহিষ বেটা
মা জননী,উনি বলছেন " ওঠাও সবে ঝাঁটা "
সেকি ! কি বেয়াদপ ! তারপর তারপর ?
পরের টা থাকনা পড়ে,চলুন এবার ঘর
এই মিচকে ছোঁড়া,ত্রিশূল কিন্তু ধার করানো আছে
ক্ষমা করুন,চাইনি বলতে,কেস খেয়ে যাই পাছে
অসুর মশাই বলছে সবাই উঠুন এবার জেগে
ইতিহাস টা বদলে ফেলুন,জ্বালুন আগুন রেগে
ক্ষমতার দোহাই দিয়ে বছর বছর আসে
আর ধন্য বাবা মর্ত্যবাসী তাকেই ভালোবাসে
এই দিচ্ছি সেই দিচ্ছি,দিচ্ছে বলো কি সে?
সেই তো পকেট গড়ের মাঠ,মুখ ঠেকেছে ঘাসে .
তাই বলছি একটি বার আমার কথা শোনো
প্রতিবাদ করতে হবে,উপায় নেই যে কোনো
ও তাই বুঝি,মহিষ মুখোর এতো বেশি বাড় !
কি ভেবেছে হল্লা করে ওমনি পাবে ছাড় ?
ফি বছর হচ্ছে যেটা,এ বছরও হবে
মরবে বেটা আমার হাতেই,আমার উত্সবে
ধর্ম আছে,ক্ষমতা আছে,আর কোনটা আমার চাই
প্রতিবাদী মরবে শুধু,অনন্যোপায় নাই