সকাল তবু এসেছিলো দুষ্টু রোদের আস্কারাতে .
সকাল তবু এসেছিলো রোদের চোখে চোখ বোলাতে .
সকাল তবু বাড়িয়েছিলো প্রেমের শীতল হাত.
সকল দিয়ে ভুলেছিলো অভিশপ্ত সে রাত .
নিস্তব্ধ বন্দরে সেই আঁধার রাতের কথা .
ভুলেছিলো স্বপ্ন ভাঙ্গার শব্দ,মুখরতা.
সকাল তবু বেহুলা হয়ে ভাসিয়ে ছিলো ভেলা .
চেয়েছিলো রোদের পরশ মাখতে সারা বেলা .
সকাল তবু চায়নি আঁধার,চায়নি রাতের কালো .
রাখ জানেনা,ঢাক জানেনা সূর্যই তার ভালো.
নিষ্পাপ সেই সকাল সেদিন হারিয়েছিল আশা .
হারিয়েছিল চোখের জলে প্রাণের ভালোবাসা.  
সকাল তবু হেসেছিলো, খুঁজেছিলো আলো .
সকাল তবু নতুন করে বেসেছিলো ভালো .
তবু সকাল পুড়েছিল বিষের দহন জ্বালায় .
তবু সকাল কেঁদেছিল রোদের বিদায় বেলায় .