ও মেঘ,তোর বাসা কোথায় ?
ওই আকাশের বুকে
বাহ,অসীম নিয়ে ঘর বেঁধে তো
দিব্যি আছিস সুখে !
ঝর্ণা রে তুই কোথায় থাকিস ?
নীল পাহাড়ের খাঁজে
বেশ তো আছিস,তবুও কেন
কাঁদিস মাঝে মাঝে ?
এই নদী তুই কোনখানে যাস ?
যেদিকে দুচোখ যায়
তবুও কেন পাই দেখা তোর
সাগর মোহনায় ?
ও চাঁদ তোর স্নিগ্ধ আলো
বলনা কাকে দিবি?
মনের সুখে বিলিয়ে দেবো
পারলে তুইও নিবি.
রাত্রি রে তুই আলো ছায়ায়
বাসর সাজাস কার ?
যে প্রণয়ী রাত জেগেছে
মন ভোলাতে তার.
তারার মেলা কার খুশিতে
আঁকলো আকাশ পটে?
যার চোখেতে মুক্ত দানা
স্বপ্ন হয়ে ফোটে.
ধর্ম রে তুই কার পথে যাস?
করিস কাকে ভজন?
আমি শুধু কর্ম বুঝি
আমায় বোঝে কজন.
স্বার্থ রে তুই অবুঝ এতো?
নিজের পকেট ভরিস!
লোভ যে আমার ওপরয়ালা
তাকে জিগেস করিস.
এই অস্ত্র,তোর এতো খিদে?
রক্ত চুসে খাস !
আর আমায় যারা হাতে ধরে
দেখতে তাদের পাস ?
ঘরের মেয়েকে পর করে দিস,
সমাজ,বল দেখি এর মানে ?
আমায় যারা বানিয়েছে ভাই
তারাই এসব জানে .