আমায় তোরা নষ্ট বলিস.
ছায়া মারালে থুতু ফেলিস.
দেখতে পেলে চোখ ফিরিয়ে অন্য পথে যাস.
গা বাঁচিয়ে শুদ্ধ হতে চাস ?


সত্ত্যি তোরা শুদ্ধ বটে.
শুদ্ধ বাড়ীর শুদ্ধ ছেলে .
সেজে গুজে আপিস যাস.
মাস পোহালে মাইনা পাস.
বাকি সব তো দুর্ঘটনা,অমন একটু আধটু ঘটে,
নয়তো তোরা শুদ্ধ বটে.


রোজ দেশের জন্য খরচ করিস কথার পাহাড়.
আর যা আছে খরচা করে রাখিস পরিবার.
দিনের আলোয় ভদ্র অতি ল্যাজ গুটিয়ে থাকে,
রাতের খবর কে আর রাখে নষ্ট করিস কাকে?


রঙ বে রঙের মুখোশ পড়া তোদের মুখেই মানায়.
নেকড়ে বাঘের দন্ত,নখর দিব্যি ঢাকা যায়.
নষ্ট মন আর নষ্ট চোখেও শুদ্ধ জীবন তোদের.
ওটাই আমার নষ্ট গেছে,এমন গ্রহের ফের.