আলাদিনের চিরাগ যদি পাই কখনো হাতে .
বলবো আমায় দাও ফিরিয়ে সেই ছোট্টবেলাটাতে .
দাও ফিরিয়ে মায়ের আদর বাবার খুকু ডাক .
ফিরবো না আর এ জীবনে যতই না কাজ থাক .
ফিরিয়ে দাও বাড়ীর উঠোন
শিউলি ফুলের গাছ .
সারা সকাল পড়া ফেলে ফুল কুড়াবো আজ .
দিতে যদি সত্যিই চাও দাও না বন্ধু গুলো ,
সবাই মিলে ছুটবো মাঠে মাখবো গায়ে ধূলো .
সাইকেলে আজ রওনা দেবো সব পেয়েছির দেশে ,
হারিয়ে যাবো পালিয়ে যাবো মেঘের ভেলায় ভেসে .
সত্যি কি আজ পারবে দিতে স্কুলের প্রথম দিন ?
পারবে দিতে ব্যালকনি টা
মা র দেওয়া টিফিন ?
বলোনা আজ ঘুম পাড়ানি গান ফিরিয়ে দেবে ?
এই জীবনের সবটা দেবো
বদলে যা যা তুমি নেবে.
বাড়ী আছে , গাড়ী আছে আছে অহংকার .
সাজানো এক জীবন আছে
তোমার দরকার ?
সব কিছু আজ  বিলিয়ে দেবো
বিকিয়ে যাব নিজে .
ফাঁকা মাঠে রামধনু রঙ দেখবো ভিজে ভিজে .
ন্যাড়া ছাতে লাটাই হাতে সারা বিকেল ধরে ,
অবাধ্য আজ হবই হবো বাধ্য জীবন ছেড়ে .
ছন্নছাড়া ছোট বেলা পাওয়া না পাওয়ার ছোট বেলা ,
হাতছানি দেয় , আদর করে ডাকে .
চাতক হয়ে তাকিয়ে দেখি হারানো জীবন টাকে .
পেতে গিয়ে সব হারিয়ে নিঃস্ব মনে হয় .
নির্ভিক তো তখন ছিলাম এখন করি ভয় .
দেবেই যদি দাও ফিরিয়ে মায়ের আঁচল খানি .
বন্ধু  আমার একলা হয়ে আজও অভিমানি .
ফিরিয়ে দেবো স্বপ্ন তাকে ভাঙ্গবো অভিমান .
গাইবো আবার নদীর পাড়ে হারিয়ে যাবার গান .