উদভ্রান্ত এক কিশোরীর বাবা
ডাইরি লেখাতে চান
"চটপট করে যা যা ঘটেছে বিস্তারে বলে যান"
স্কুলের পথে মেয়েটা আমার কারা নিয়ে গেছে ধরে
আচ্ছা সবিস্তারে লিখবো নাকি কিছু কিছু দেবো ছেড়ে?
স্যার,যত বড়ই লিখুন, তাকে ফিরিয়ে এনে দিন
তার আগেতে বলুন দেখি ছিলো কোনো লাভ সিন ?
জানা নেই,তবে মেয়ে যে আমার এখন ষোল মোটে.
আরে এই বয়সের মেয়ে দেখলেই তো রক্ত মাথায় ওঠে!
তাছাড়া ভেবেই দেখুন একবার তারা নিয়েই যখন গেছে
মরুক,বাঁচুক,কাটুক,ছিঁড়ুক তফাত কি আর আছে.
হাত কচলায় হতবাক বাবা কাকে দেবে এর দায়!
এ সমাজে তাকে জন্ম দিয়েছে,দোষ তো নিজেরই হায়.
তবুও শক্ত চোয়ালে বিনয়ের রেশ টুকু ধরে রাখে.
এক বুক আশা,আতঙ্কে মেশা চোখ তবু চেয়ে থাকে.
আচ্ছা,ছোট খাটো কিছু আঁচড় পড়ে তো খুব কমে মিটে যাবে.
আর তার বেশি কিছু হয়ে থাকে যদি
বেশি কিছু দিতে হবে.
যা চাইবেন সব দিয়ে দেবো,ফিরে যেন তারে পাই
পাঁকে জন্মেছে কাদাও মাখলো,লোকাবার কিছু নাই.