এই তো গলির মোড় ঘুরলেই
ছুঁতে পারি সবপেয়েছির আকাশ.
আর একটু সময় পেলেই উড়তে পারি মুক্ত পাখি হয়ে .
ডানাটা নাহয় স্বপ্ন থেকে ধার করে নেবো...ওই তো শুকনো বট গাছ টার নীচে ওর বাড়ী.
ঝুড়ি ঝুড়ি স্বপ্ন ঝুলছে,আমি মুগ্ধ হয়ে দেখি
দেখতে দেখতে চোখ চলে যায় ওই বাড়ীটার ছাতে....
রোদে কার শাড়ির আঁচল ঘুড়ির মতো ওড়ে.
ওড়ে শীতের দুপুর,আলসে মাদুর আমের আচার,গল্প পড়া...
শুকনো বড়ি,গদ্য,ছড়া
মায়ের আদর,দুষ্টু বাঁদর,
প্রেমের চিঠি......
ওফ.....রান্নাঘরে বাজলো সিটি !


এই তো পিচ রাস্তার ধারে হঠাত্ সেদিন দেখতে পেলাম কেবলা ছেলেটাকে....
ভাঙ্গা সাইকেল তবে বেল টা নতুন.
পুরানো টায় পাছে শুনতে না পাই !
নতুন মুখে পুরোনো হাসি টেনেই বললাম " ভালো আছিস ? "
সে বললো " ইস্,কতোটা বদলে গেছিস ! "


সত্যিই তো বদলে গেছি. . . .
দুধের গেলাস,চায়ের কাপ
উফ্,বাপরে বাপ.
রান্নাঘরে খুন্তি নারি.......আর একচিলতে চার দেয়ালে স্বপ্ন আঁকি
হাসি মুখে আরাম বিলাই,ইচ্ছে গুলো লুকিয়ে রাখি.
সত্যিই তো বদলে গেলাম !
বদলে গিয়ে কি বা পেলাম ?
চিলেকোঠার বারান্দাটা,সবুজ ঘাসের মাঠখানা?
সেই বৃষ্টি ভেজা বিকেলগুলো,গোল্লাছুটের বন্ধুগুলো ?
কোথায় ফেলে এলাম !
ফেলে এলাম নদীর চর,ফেলে এলাম কাশের বন
এখন বসে ঝুল বারান্দায় রাস্তা দেখি সারাক্ষণ
এই রাস্তার শেষেই বুঝি ওদের খুঁজে পাবো . .
যাব...সময় পেলে ফিরবো আবার
একদিন সময় করে যাব.