একটা গালে চড় খেয়েছ? আরেকটা দাও পেতে.
ড্রাই-ডে তে খবরদার মাতলামি নয় মোটে..


গান্ধীজির ছবির সামনে প্রণাম করো দেখি.
সব্বোনাশ! এ কার ছবি তাও জানোনা ? সেকি !


আচ্ছা,বুঝলাম যে খেটে খাও,খাল পারেতে থাকো
তা বলে জাতির জনক কে ছিলো,সেটাও জানো নাকো?


-" আমি জানি এই ছবি টাই টাকায় আঁকা থাকে "
বাহ্ ভালো বলেছ,টাকা ছাড়া কেই বা চেনে কাকে.


" আমিও জানি রুপার দাদু যে খোঁড়া পায়ে চলে.
গান্ধীজির চশমা পড়ে,পারার সবাই বলে "


বেশ বুঝেছি দেশের দশের কথায় তোদের একটুও নেই মন.
একরত্তি জি.কে ও নেই,কি করিস সারাক্ষন ?


যার জন্য স্বাধীন হলি,তাকেই চিনিস না!
এভাবে এতটা পথ পেরিয়ে দিলি ঊনসত্তরে পা.


"স্বাধীন কোথায় হলাম বাবু? কি সে স্বাধীনতা?
আমরা যেমন ছিলাম তেমন আছি.
সেটাই আসল কথা..  


তোমরা রাখো দেশের খবর,আমরা রাখি পেটের.
তোমরা রাখো ছবির খবর আমরা রাখি নোটের. .


দেশকে তোমরা মাথায় রাখো,মাথা আছে বলেই তাই.
আপাদমস্তক নিঃস্ব আমরা,রাখার জায়গা নাই..


তোমরা পালন করো জন্মদিবস,দূর থেকে তাই দেখি.
তোমরা করো দেশোদ্ধার,সত্যি হোক বা মেকি..


ইতিহাস পড়তে ভালো চশমা চোখে এঁটে.
কি ইতিহাস গড়ছি দেখো নিত্য খালি পেটে..


হিংসা করি,চড়ও মারি,মদ ও ভীষণ খাই.
তোমাদের আবার বিশেষ দিনে লোক দেখানো চাই.."