একজন প্রথম দেখায় খুইয়ে হৃদয় ফিরলো বাড়ী.
আরেকজন বন্ধ ঘরে লজ্জা মুখে পড়লো শাড়ী..


একজন প্রেমের পদ্য লিখবে বলে হাত গোটালো.
আরেকজন চাঁদের পানে চেয়ে থেকে রাত কাটালো..


একজন কলেজ ফেরত সবুজ মাঠে বসলো একা.
আরেকজন নীলচে সবুজ ওড়না গায়ে করলো দেখা..


একজন প্রেমের পরশ দেবে বলে হাত ছোঁয়ালো.
আরেকজন জেনে শুনেই সেই জোয়ারে গা ভাসালো..


একজন মেঘ হয়ে নীল আকাশ ছোঁয়ার গল্প বলে.
আরেকজন বৃষ্টি হয়ে পড়লো ঝরে মেঘের কোলে..


একজন বললো " এবার তোমার স্বপ্ন আমার হলো"
আরেকজন পাগল হয়ে শুধু তাকেই বাসলো ভালো..


একজন ঘর বাঁধল দুজন মিলে  থাকবে বলে.
আরেকজন এক কাপড়ে বেড়িয়ে এলো সকল ভুলে..


একজন সেদিন হঠাত্ পুরুষ হলো প্রথমবার.
আরেকজন ঠিক সেদিনই নারী হয়ে মানলো হার..


একজন নিজের খুশি নিজের স্বার্থ দেখলো কেবল.
আরেকজন আপোস করে নিত্য খেলো সাপের ছোবল..


একজন বেল্ট কে চাবুক ভাবলো যেদিন নেশার ঘোরে.
আরেকজন ক্ষতর জ্বালায় অন্ধকারে গুমড়ে মরে..


একজন হঠাত্ করে পদ্য ভুলে জন্তু হলো.
আরেকজন চোখের জলে নিজের ভুলের মাশুল দিলো..


একজন ফুর্তি করে ফিরলো বাড়ী মধ্যরাতে.
একজন শিশি ভর্তি ঘুমের ওষুধ নিলো হাতে..