তুই যদি আজ তুফান তুলিস নেশায় মেতে.
আছড়ে ফেলিস আমায় যদি এক নিমেষে.
আমি তবে শুকনো ডালই সেই আবেশে.
আমার কোনো আপত্তি নেই আছাড় খেতে.


তুই যদি হোস আজকে বিশাল নীল সুনামি.
ভাসিয়ে নিয়ে যাবি যদি বলিস আমায়.
আমি তবে খড় কুটো ই হই তোর মোহনায়.
আমার কোনো আপত্তি নেই,বলছি আমি.


তুই যদি আজ বলিস আমি আদিম হবো.
সভ্যতাকে মারবো গুলি আমিও তবে.
যা যা মেকি রঙ মেখেছি তুলতে হবে.
তোর সাথে ফের শূন্য হাতে পথ হারাবো.


কিন্তু "আমি সন্নাসী আজ" বলিস যদি.
উপোসী এই রূপসী কে হারিয়ে দিয়ে.
তুই যাবি তোর পৌরুষের ওই গর্ব নিয়ে.
আমার কাছে আপত্তিকর শেষ অবধি.