তোমার করুণায় অবগাহন করতে করতে ভুলেই যাই,আসলে আমারও একটা কল্পতরু ছিলো!
প্লাস্টিক পেইন্টসের গায়ে হাত রেখে ভুলে যাই কোথাও পলেস্তারা খসে পড়েছে নিদারুন অবহেলায়।।
একদিন যে আকাশটাকে খুব সুখী সুখী মনে হতো।
আজ দেখি কালসিটে পড়ে নীল হয়ে আছে !
নিজেকে নিঙ্গড়ে নিয়ে সাক্ষী রেখেছিলাম,
জন্মান্তরের ভালোবাসার! !
আর আজ !
মনেই পড়েনা নিঙ্গাড়ানো বুকে শেষ কোন জন্মে ছুঁয়েছিলো বাসন্তী হাওয়ারা।।
শেষ কবে ভেজা চোখ পেয়েছিলো আদরের তাপ।
এইতো সেদিনই বোধহয়,(তাই কি ?)-
বাগানে আনমনে বেড়াতে আসা একটা প্রজাপতি বলে গেলো,"এত আগুন ছড়াস না,পুড়ে মরলে কিন্তু তোরই দায় !"
সেই থেকে আগুন চেপে নিজেই পুড়িয়ে চলেছি নিজেকে !
সাধ করে রাত্রি ডেকে তাই চেয়েছি বিস্মরণের ঘুম।।