লাল গোলাপটা আঁচলে বেঁধে আসছিল বাসন্তী রঙ মেয়েটা l
আসছিল সিঁড়ির ধাপে সংশয় ফেলে,
পাড়ার মোড়ে চকচকে চোখ,
আর লাইটপোস্টে বুকের ধুকপুকুনিকে দাঁড় করিয়ে l
নাছোড়বান্দা লজ্জাটুকু পায়ে পায়ে সঙ্গে এসেছে অনেকটা পথ l
সে বেহায়াকে সবুজ ঘাসে আছড়ে মেরে এগিয়ে গেলো মেয়েটা l


পলাশ রঙ ছেলেটা তখন আকাশ দেখছে বসে l
পলাশ রঙ ছেলেটা তখন কবিতা লিখছে এক l
ছেঁড়া পাতায় কার যেন নাম লেখা !


বাসন্তী রঙ,আকাশ ভাঙ্গলো বুকে !
পায়ে পায়ে গঙ্গা নদীর পার l
সংশয় আর ন্যাতন্যাতে চোখ ভীষণ আজ্ঞাবহ l
লজ্জা,অভিমান হয়ে যেই না বসেছে পাশে-
ছিন্ন গোলাপ ভাসতে ভাসতে বলে গেলো-
"বৃষ্টি,ও বৃষ্টিকে ভালোবাসে l "