তুমি আমার এক গুচ্ছ গোলাপ,
রোজ ফোটো আমার আঙিনায়।
তোমার স্পর্শে জেগে ওঠে নিঃশব্দ এক চাওয়া,
তোমায় দেখে ভুলে যায় মন সব দুঃখের ছায়া।
তোমার হাসি গোলাপের মতো ফুটে ওঠে,
যেখানে প্রতিদিন প্রেম জেগে ওঠে।
তোমার চোখে লেখা থাকে আমার গল্প,
যেখানে প্রেম এক নিঃশব্দ কবিতা হয়ে ওঠে।
গোলাপ তার সৌন্দর্যে সবার নজর কাড়ে,
আর তুমি, তোমার ভালোবাসায় আমার হৃদয় কেড়েছো।
তোমার কথা ফুল হয়ে ঝরে প্রতিটি প্রহরে,
তুমি আছো বলেই খুশির রং ছড়ায় আমার শহরে।
তোমার ছোঁয়ায় সুরভিতে ভরে ওঠে মনপ্রাণ,
তুমি আমার প্রেমউদ্যানের এক চিরন্তন সন্ধান।