অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি ব'লে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে


করো আনন্দ আয়োজন ক'রে পড়ো
লিপি চিত্রিত লিপি আঁকাবাঁকা পাহাড়ে সানুতলে
যে একা ঘুরছে, তাকে খুঁজে বার করো


করেছো, অতল ; করেছিলে ; প'ড়ে হাত থেকে লিপিখানি
ভেসে যাচ্ছিলো---ভেসে তো যেতোই, মনে না করিয়ে দিলে ;
–‌‌'প'ড়ে রইল যে !’ প'ড়েই থাকতো---সে-লেখা তুলবে ব'লে


কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে ।।



(কাব্যগ্রন্থঃ  ঘুমিয়েছো, ঝাউপাতা, ১৯৮৯ । আনন্দ পুরস্কার প্রাপ্ত কাব্যগ্রন্থ।)