বিশ্ব জুড়ে প্রেমিকা খুঁজে, পেলাম আমি তাহাকে
বোধহয় সে এক শ্রেষ্ঠ প্রেমিকা বিশ্বজগতের মাঝে,
সৌন্দর্যে সে অতুলনীয়, এক অনন্য রূপবতী
সকাল বিকেল সন্ধ্যা রাত্রি কমতি নেই তার সাজে।


যদিও দেখেছো তাকে,চেনো তাকে ভালো করে
তবুও হয়তো সৌন্দর্য তার,তোমার কাছে অজানা
জানতে যদি, তুমিও পড়তে প্রেমে
না,না,তাহার কাছে খাটবে না কোনো তুলনা।


ভাবছো হয়তো কে সে? যার নামে
আমি রচনা করেছি কাব্য প্রশংসার,
আর কেউ নয়, সে হলো আকাশ
যার সনে আমি কাব্যে বেঁধেছি সংসার।


তার দৃষ্টি এমনই,কী আর বলবো আমি
দৃষ্টি সংযোগ মাত্রই,যেন প্রেম ঝরে আঁখি জুড়ে,
তার চোখের পলক পড়ছে মেঘ মালায়
তার কথা শোনা যায় বাতাসের সুরে।


তাকে হাসতে দেখি সূর্যোদয়ের মাঝে
যখন হাসির রশ্মি ছড়িয়ে পড়ে আকাশে ,
তার অশ্রু গড়ায় বৃষ্টির মাঝে
লক্ষ যোজন দূরেও যেন, সে থাকে আমার পাশে।


প্রতি সন্ধ্যায় তাকে দেখি আমি
তার রূপ যেন অনন্য মায়াময়,
তার সৌন্দর্যের কি আর দেবো উপমা
তাহার রূপেই প্রেমের তুলনা হয়।


তারারা সব চোখের মণি যেন
হাসি যেন তার যেন চাঁদের মাঝে ভাসে,
অপরূপ তার রূপের ঝলকানি
তার হাসির দ্যুতি খুঁজে পাই চারপাশে।


সে তো প্রেমিকা অসাধারণ, প্রেম তো উপমা হীন
তার প্রেমের কণ্ঠ আমায় কাছে ডাকে,
আমি বারবার বলি,প্রেমে পড়েছি গো তার
আমি বারবার বলি, ভালোবেসে যাবো তাকে।