অবনী? তুমি শুনছো?
আজ রাতের তারাগুলো দেখো
জ্বলছে কেমন ঝলমল করে।
এরকমই এক রাতে
কথা দিয়েছিলে তুমি
থাকবে সারাজীবন আমার হাত ধরে।
নেই তুমি আজ পাশে
চারপাশে শুধু নিস্তব্ধতার আওয়াজ
জীবন আজ শূন্যতায় গেছে ভরে।
তুমি তো আছো বেশ
নতুন করে ভালোবাসা নিয়ে
সাজিয়েছ জীবন নতুন করে।
আজ পেয়েছো খুশি নতুনভাবে
অন্যকারোর বুকে মাথা রেখে
পরম উষ্ণতায় অন্য কাউকে জড়িয়ে ধরে।
শুধু আমি হয়তো উন্মাদ
যে আজও আশা খোঁজে নিরাশায়
বিষণ্ণ রাতকে খোঁজে যে নতুন ভোরে।
সে বুঝতে পারে না
এসেছে নতুন আলো
যে আলোয় তোমার জীবন গেছে ভরে।
ভুলতে পারি না তোমায়
রয়েছ আমার স্মৃতির আঙ্গিনায়
রয়েছ হৃদয়ের বারান্দাজুড়ে।
কী করবো বলো?
প্রেমটা ছিল বাঁধভাঙ্গা
সেটা কি কখনও বাধা মানতে পারে?
বেসে যাবো ভালো তোমায়
যতই পাই তাতে অবহেলা
পাই না আমি লজ্জা কোনো ধিক্কারে।
তুমি ভালো থেকো
যেভাবে খুশি সেভাবেই
বলবো না আসতে ফিরে।
আমিও থাকবো এভাবেই
তোমার শূণ্যতাকে আগলে
দূঃখের পাহাড় চাপিয়ে অন্তরে।
এই চাঁদের আলোর নিচে
আমি থাকবো সারাজীবন
তোমার স্মৃতির শোকের জোরে।
তুমি আমারই রবে
ভালোবেসে যাবো তোমায়
আমি সারাটা জীবন ধরে।