আজও তোমাকে পারিনি আমি ভুলতে
তবে কেমন করে সেদিন তোমায় ছেড়ে এসেছিলাম?
হয়তো কিছুটা বেদনা,ছিল কিছুটা উন্মাদনা
কিংবা হয়তো নিজেকে আমি অজেয় ভেবেছিলাম।
তবে বিশ্বাস করো অজেয় নই আমি
নই আমি কোনো পর্বতের ন্যয় অটল,
হেরেছি নিজের কাছে, টলেছে হৃদয় অনেকবার।
তবুও জানি না কেন আমি ফিরতে পাইনি বল।
কী করবো? দিনশেষে হৃদয় হয়  অন্ধকারাচ্ছন্ন
অহংকার আর শোকের চাপে হয়েছি রুদ্ধশ্বাস,
এই নিয়ে আমি দোষ দেবো কাকে বলো?
হাসতে হাসতে নিজেই করেছি নিজের সর্বনাশ।
সেদিন যদি চাইতাম আমি পারতাম ফিরে যেতে
তাহলে হয়তো সারাটা জীবন থাকতে তুমি পাশে,
তবে আজ হয়তো থাকতো না কোনো হতাশা
থাকলেও তা ব্যক্ত করতাম তোমার কাছে বসে।
জীবিত মানুষের বোধহয় দম থাকে না কোনও
মনের আসল ভালোবাসাটা বেরিয়ে আসে দেরিতে,
যখন হৃদয়টা থাকে না আর, দেহটা থাকে কবরে
তখনই জাগে প্রেম যখন পারবে না কিছু করতে।
ভেবেছিলাম আমার সবচেয়ে বড় শক্তি হলো
দুঃসময়েও অশ্রুবিন্দু আসে না আমার চোখে,
তবে কেন সেই শক্তির জোরেই
দুর্বলতম প্রাণী আজ মনে হচ্ছে নিজেকে?
হয়তোবা এটা সর্বগ্রাসী মৃতুদেবীরই জোর
তোমার মৃত্যু দুমড়ে মুচড়ে দিয়েছে আমায়,
আজ চিৎকার করে বলতে চাইছে মন
সুনন্দা, আমি ভুলতে পারিনি তোমায়।