ঘন বর্ষায় মোর এলাকা
উঁকি দিয়ে যেও,
নয়,কোন এক বর্ষার দিনে
মোর পথ পানে চেও।


দেখো প্রকৃতি মনোরম
নদী ও তার কাছে,
অতল বালুচর,খোলা বন
কতো শতো আছে।


নদীর কলকল ধ্বনি চারদিক
মুখরিত স্রোতে,
মাতাল বায়ু বাধ না মানে
সবই ওঠে মেতে।


শাপলা তুলে খোঁপায় দেবো
সাজাবো এক ভেলা,
খুনসুটিতে ডুবে দেখো
প্রকৃতির সব খেলা।


সংশয় ছেড়ে নিজ মন খুলে
ইচ্ছে যত ডেকো,
সব বাধা ঠেলে আজীবন
বন্ধু হয়ে থেকো।