বাবা অনেক ভালোবাসি
হয়নি বলা তোমায়,
শতো কষ্ট চেপে বুকে
মানুষ করছো আমায়।


আমার ভালো চাইতে তুমি
লাগতো না যে ক্লান্তি।
অধিক শ্রমে,যন্ত্র নাতে
রাখতে মনে শান্তি।


খেয়ে না খেয়ে খুব যত্নে
আমায় করতে সুখি!
হয়ে বড়,তোমায় কভু
করবো না তো দুখি!


অঝোরে মন কেঁদে ওঠে
ভাবলে তোমার কথা,
বাবা বৃক্ষ হারায় যাদের
তারাই বোঝে ব্যথা!


ছোটবেলায় শিখিয়েছো
তুমি ধরেছ হাত,
কথা দিলাম শেষ জীবনে
রইবো তোমারই সাথ।