লুটপাট লুটপাট চারদিক লুটপাট
আমরাই তো রাজা,
ভয় কি? ওরা যে জনগন
অবলা প্রজা।


বাজার গরম অধিক দামে
বাড়বে লোডশেডিং,
গ্যাস নেই তো কি? একটু মানুষ
নাচুক তা ধিং ধিং।


ঋণ বা দেশ কোষাগার ফাঁকা
সেটা নয় কথা,
আমরাই রাজা যদিন বাঁচি
এটাই তো প্রথা।


দম আছে কার? তোলে আঙ্গুল
মোদের এই দিকে,
ভাবো একবার জীবনটা তার
থাকবে কি টিকে?


নতুন খবর উন্নয়নের
ছড়াও আজ ডঙ্কা,
আমাদের কি? এ দেশ যদি
হলে হোক লঙ্কা!