নতুন মিশন আধুনিক সব
গরিব হচ্ছে বেকার,
আজব ভুবন সব পাল্টাচ্ছে
খবর লয়যে কে কার?


চলছে মোটর হাওয়াই গাড়ী
যেতাম কিছু দূরে,
অল্প টাকা ঠেললো নিচে
রাস্তায় ঘুরেফিরে।


ভাবছি মনে গরিব বলে
পকেট থাকে ফাঁকা,
অধিক ক্ষুধায় পেট চেপে তাও
অনাহারে থাকা।


গায়ের ঘামে দেশ সাজালাম
ধনি এখন রাজা,
তা ভুলে আজ মাতছে ওরা
যে যত পাশ গোঁজা।


টাকার অভাব তাই বলে যে
লাথি দিবে পেটে,
দিচ্ছি পাড়ি আপন বাড়ি
পথে হেঁটে হেঁটে!


গেটের শব্দে বউয়ের ডাকে
চেতন এলো ফিরে,
ভাবতে ভাবতে কখন যেনো
এলাম আমার নীড়ে।


এই নীড়ে আমিও রাজা
বৃষ্টি এলো ঝুম,
সব ভুলে তাই খুশি মনে
দিলাম শান্তির ঘুম!!