তুমি ঠাকুর পরমব্রহ্ম যুগাবতার রামকৃষ্ণ
এলে তুমি কামারপুকুরে সত্যব্রাহ্মণ বেশে |
পূর্ণাবতার রামকৃষ্ণ এবার কলি কালেতে
দিনটা ছিল ফাল্গুনের দ্বিতীয়া তিথিতে |
শক্তির সাথে দেখা হল জয়রামবাটিতে
সাধন ভজন সব সাধিলে দক্ষিণেশ্বরেতে |
হিন্দু মুসলিম খ্রিষ্টানাদি অভেদ এই জ্ঞানে
সর্বধর্ম সমন্বয় শিখালে জগৎকে |
দিন ভিখারি ধনিমানি অভেদ মনেতে
শতকোটি প্রণাম ঠাকুর তোমার চরণেতে |
তোমার কৃপায় বিবেকানন্দ করল বিশ্বজয়
ভারতবাসী বলছে এখন জয় ঠাকুরের জয় |
১৯০তম পূর্ণতিথি এই বৎসরেতে
বেলুড় মঠে যায় চল ভাই সবাই মিলেতে ||