পুরনো যুগের মনুষ্য সে
        ছিল অস্বাধীন এক দেশে,
        লিখেছে অনেক কাব্য মন্ত্র
        অজস্র সুখ আর ক্লেশে।
        সেই যুগে তো ছিলোনা ছলনা
        যে যার মত; জাতি নির্বিশেষে,
        তবে আজকে যত গুণ্য সবি—
        কলহ-প্রস্তাব স্বাধীন দেশে।
        ‘আজকের মানব ঐক্যবদ্ধ
        যে যার জাতির পাশে!’
        শ্রদ্ধা আজকে ছাড়িয়ে গেছে
        আরো ছারিয়েছে মানবতা,
        অস্বাধীন দেশে তব মিলমিশ,
        পালটেছে আজ স্বাধীন প্রথা।


        পালটে না আমার জন্ম-মাস
        স্বাদিত সূচনার বঙ্গ-দেশে!
        আমার জন্ম-মাস সে তো—
        রক্তধারা’র ফেব্রুয়ারি মাসে।