মেঠো বর্ণ গায়ের বরণ, 'লম্বা
সেই পাখির ঠোট'।
চঞ্চলিয়া! 'সেই পাখির চলন'।
এই বৃক্ষ হতে ওই বৃক্ষ 'তার ছুটে চলা-
সব বৃক্ষে যেন টুকটাক শব্দে কথা বলা'।
নিজের অজানা জীবিকা'ই,
পরোপকার করে বেড়াই,
সব পাখিথে' আলাদা সে,
দিবা তে সে মগ্ন কাজে, বিশ্রাম নেই অসুরা'!
হরেক নামে পরিচিত, 'প্রমুখ নাম টি
কাঠ ঠোকরা'।