উত্তাপ বিরল! তুমি—
ঝরিতেছ আপন অভিলাষী হইয়া
"কিরণমালী" —প্রভু কিঞ্চিৎ দয়ালু নাহি গো তুমি,
শম্পা সম উত্তাপ ডালিয়া—
গ্রীষ্ম ডাকে সাড়া পাইয়া
নীরবচারী হইয়া; উত্তাপ এ মারিতেছ গো স্বামী!


ক্রোধ নিজেতে না রাখিয়া
ডালি'ছ আপন মনে,
সহস্র-অধিক পথচারী; বঙ্গ-মায়ের পানে,,
তবু বলিব—
তুমি পূজনীয়, তুমি দয়ালু,
এই বিশ্ব-ভ্রাতা'র প্রাণে।।