বোনটি আমার চুপটি করে
নিরবে সয়েছে ব্যথা,
নিদারুণ যেন চলছে-চলবে
মানুষ রুপী; পিশাচের প্রথা।


যন্ত্রণা যত সয়ে নিয়ে
দিয়েছে অকূল পাড়ি,
যেন বৃথা চেষ্টা করছি আমরা-
তাইতো তনু বোনটি
ধরণীরে দিল আড়ি।


অকূল দেখ নিস্তব্ধ!
জান্নাতে বোনের সুখ,
একূলে আবার পিশাচ-গুলি খোঁজে-
অন্য তনুর মুখ।


যতই তোরা প্রমোদিত থাকিস
ছার পাবি না এক দিন,
একূলে তোদের বিচার না হলেও-
অকূলে আসবে; তনু বোনটির সুদিন।