জন্ম তুমি দিয়েছ মাগো আমায়
পদার্পণ করে ব্যর্থ আমি
এই স্বাধের মৃত্তিকায়।
পদে-পদে কত কষ্ট-যন্ত্রণা সয়ে যাচ্ছে
দ্রারিদ্রতার কূলবিহীন এই তরী,
আমাদের মত সহস্র-অধিক মা-সন্তান
আজ অন্নবিহীন, ছুটছে আহামরি।
জীবিকার খোঁজে ছুটছে দারিদ্র,
পিশাচ গুলি চিড়ে খাচ্ছে অনবরত,
আমাদের মত গরিব দুঃখীদের রক্ত।
এক চিমটি আলো একটু সুখের খোঁজে,
নিত্যদিন কত-শত লড়াই,
আজো মা-গো পাইনি সেই আলোর খোঁজ
অন্নবিহীন রাত, কেমনে বলো তাড়াই।
সাজ সকালে কালো-ভোরে
অর্ধনিদ্রাই চক্ষু খুলে, ছুটছি কোন বা দোষে?
তবে কি মা দারিদ্রসীমা অনেক টা দূর?


মা এবারে চুপ না থেকে—
নারে খোকন দারিদ্র তো সুখের রেখা টানে,
দুঃখ কাটিয়ে সুখ-সময়টা কাছে টেনে আনে।
মধুর কথা কইয়ে মা, ছেলের মনটা ভোলায়,
নিত্যদিন মন ভুলিয়ে সে নিজের কষ্ট পোড়ায়।